কোনোমতেই পিছু ছাড়ছে না প্রমাণ সময়
বৌঠানও আর সেই আগের মতোন নেই,
হঠাৎ করেই ফুটে গেছে তার কবিতা ককটেল
আমিও কেমন জানি আমূল বদলে গেছি....
পাখির ডানায় চাষ করি রূপান্তরিত বেল!

অথচ একদিন এখানে ছিল ঘাসের পর ঘাস
তখন ওতে শুয়ে বসে আমার কাটতো বারোমাস
মাঝেমধ্যে হয় কী জানো?
তোমার মুখে হাসি দেখে হাসতো দাঁড়কাক
এসব কিছুই তখন আমায় করত খুব অবাক!
-----------------------