কবিতা" শব্দটি শুনলেই যে কবির জিবে জল আসে
সেই কবি নাকি রসায়ন বুঝে না!
পৃথিবী থেকে যেদিন বিশ্বাস উঠে গেছে
সেদিন থেকে আমিও অবিশ্বাসী বৈকি!
আজকাল জড় আর জীবের পার্থক্য খুঁজি না!
নেংটার যেমন বাটপারের ভয় নেই
আমারও তেমনি ভয় নেই ভালোবাসার...
একদিন সকিনা একদণ্ড ভালোবেসেছিলো
সেটাই বা কম কিসের..?
রসায়ন আপনি আপনি হয় না...!!