যে কবি সবসময় নিরব থাকতে ভালোবাসেন
কেন জানি না হঠাৎ সেই কবির
একটা কবিতাটা আয়না মহলে ঢুকে গেছে
আগে যা-ও দুয়েকটি শব্দ, বাক্য দ্রোহ করতো
অথবা কানা কয়েনের মতন বায়না ধরতো
এখন বাপদাদার নামসহ বেবাক ভুলে গেছে!
অবশ্য কেউ কেউ রসিকতা করে বলছেন,
কাপুরুষ কবির কবিতা বলে কথা!
তাকে তো এমন তো হবেই... হতেই হবে!
তবে এই অভিযোগের জবাব জানা যায়নি
মহাশয় কবি আগে যেমন নীরব থাকতেন
এখনও তিনি সেই আগের মত নিরবই আছেন!