কিছু বলিনি, আর কিছু বলতে চাই নে
তবুও বিশ্বাস করি, হররোজ প্রসব সম্মত স্বাস্থ্য নয়
কবিতা যখন কোকিলের মতোন সুরেলা গান গায়
জাতপাতের বাছবিচার না করেই থাকে সরল রেখায়
তখন প্রসব দেরিপথ হলেও কোনো সমস্যা নাই!
মাইল ফলক সব সময় উচ্চাঙ্গ সংগীত নয়
ভালোবাসাহীন প্রেম কয়দিনইবা টিকে রয়!
পৃথিবী যেমন আছে... তাতে কারো সুখস্মৃতি নেই
তবুও আমরা বদলে যাব.. সেই আশাও একদম নেই
তাহলে চলুক আমিত্ব আর বড়ত্বের জমাট লড়াই
তবে কেন বিশাল বপুর মানুষ ভীমরুলে এতো ভয় পায়?