গ্যালাক্সিতে বসে বসে খেলা দেখছিলাম...
খুউব উড়ছে চার-ছক্কা আর পাঞ্জার মহাধুম
রাস্তায় পাশে গাঁজা টানতে টানতে ছেলেটিও
মেয়েটিকে বসিয়ে দিলো একটি ফ্লায়িং চুম!!
বেদনাবিধুর...
আহা.. কী মধুর!! আহা --- কী সুমধুর!!
এই সবকিছুর সুবাদে অথবা কুবাদে আর
কিছু না হউক..অন্তত কিছু আটকোরা শব্দ
আমার হলো!
গাঁজার জোরে একটু নস্টালজিকতা আমাকেও
পেয়ে গেলো!
মনে পড়ে তোমার ...?
আমিও তো একদিন... জেনে হোক কিংবা
না জেনে হোক তোমাকে দিয়েছিলাম এক
ধাক্কা... মনে মনে ভেবেছিলাম এবার প্রেম
হবেই হবে পাক্কা... একেবারে পাক্কা..!!
মনে পড়ে তোমার? এরপর কী হয়েছিলো..
সেদিনও আজকের মতো কিছু আনকোরা শব্দ
আমার হয়েছিলো... আমার হয়েছিলো!!