রাত খুঁড়তে খুঁড়তে যদি রাতই বের হয়
দুঃখ খুঁড়তে খুঁড়তে যদি দুঃখই বড় হয়
তাহলে এসব খোঁড়াখুঁড়ি কি অপচয় নয়?
এরচেয়ে কিছু ছাই উড়িয়ে দেওয়া ভালো
কিছু কথার শেকল কেটে দেওয়া ভালো
ছাইগুলো উড়তে উড়তে দুরন্ত পাখি হবে
কথারা ঘুরতে ঘুরতে অবিনাশী রবে!
চলো হাতমুখ ধুয়ে খোঁড়াখুঁড়ি ইস্তফা দিই
রাত আর দিন সমান করে ভাগ করে নিই!