বর্ষা রাণীর তুলতুলে পা
জলে ভেজা থাকে
ঘরে-বাইরে কোলা ব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে।
সেই ডাকেতে ছোট্টখুকির
পিলে চমকে যায়
তাই না দেখে টুনটুনি আর
চড়ুই হাসিতে লুটায়।
ওদিক থেকে শেয়াল মামা
ভেংচিতে কথা কয়
জলের মাঝে জ্বলে বুঁদবুঁদ
তারাও চেয়ে রয়।
ছোট্টখুকি হঠাৎ জোরসে
চিতকার একটা দেয়
কোথা থেকে মাম্মা এসে
তাকে বুকে তুলে নেয়।।
----------------------------------