এই যে শোন, খোকাখুকু
একটি নদী মরা
সেই নদীটা ছোটকালে
পড়ে নিকো পড়া।
পড়ার সময় পড়া নয়
করতো খেলাধুলা
মায়ের কথা বাবার কথা
শুনতো আত্মভোলা।
কাজের বেলা দিত ফাঁকি
থাকতো না যে ঘরে
পাখির ছা, ব্যাঙের ছানা
তাইতো তারে ডরে।
তোমরা কিন্তু হয়োনা এমন
সেই নদীটার মতো
ভুবন জুড়ে আলো কিনো
আছে যতো. ততো।।
---------------------