পুরুষ যেমন দেখেছি, তেমনি কাপুরুষও দেখেছি
আলো আর আঁধারের অগ্রভাগ...
সময়ে কেউ দায় নেয় না.. নেয় না গুটিবসন্তের দাগ!
তবুও আমরা কাউকে নারী বলি
তবুও আমরা কাউকে পুরুষ বলি
হিমাংকের নিচে এ কেবল একটি মাত্র জন্মদাগ!
অথচ আমি সারসংক্ষেপ বলতে কেবল নিজেই বুঝি
আমার চোখে বারংবার কেবল আমাকেই খুঁজি...
এভাবেই চলছে অন্ধকারে অন্ধকার খোঁজাখুঁজি!!