কয়েকটা কুকুর সুযোগ পেলেই অলস দুপুর
ছিঁড়ে খেতে চায়, তাদের কোনো পদ-পদবির
লোভ নেই, কলির মহামানব!

কেবল বাতাসে ভাসিয়ে দেয় খিস্তি-খেউর;
যখন ইহাদের পা পিছলে পড়ে কাকের ঠ্যাঙ ,
তখন প্রভু ভক্ত শুয়োরের মতো মারে ল্যাঙ!!