একদিন পাঠক ছিলাম মন, মনন ও মানস
অবশ্য এখন আর তেমন একটা পাঠক নেই
কুসুম গরম চায়ের মতোন লেখক আছি
না ঘর আর না ঘটকা
যারা বেশি লিখে; তাদেরই বেশি খটকা!
তবুও শ্বাপদ হয় হালের মীমাংসিত অব্যয়
অব্যাহতি পরেই আবার মুখ তুলে মিথস্ক্রিয়া
আমরা আজকাল উত্তর-প্রশ্ন যুগে বাস করি
তাই কোনোকিছুতেই দেখাই না প্রতিক্রিয়া!
আমরা এখন সংবিধিবদ্ধ সতর্কীকরণের
আওতামুক্ত; কেবল জানি না দেয়ালের সাথে
পিঠ নাকি পিঠের সাথে দেয়াল যুক্ত....!!!