কিছু পথে হাঁটতে হাঁটতে যেমন পড়ে খানাখন্দ
ইদানিং আমিও আছি যেন সেই একই রকম
বাইরে ভাঙাচোরা আর মনের ভেতরে অথৈ দ্বন্দ!
এইসব সদা সংশয় আদৌ আদৌ আধো ভয়
আমরা যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উপেক্ষা করি
চঞ্চল চড়ুই বৃষ্টিতেই সেই পথেরও হয় ক্ষয়
যে আমি একান্ত আমি সেই আমিই তো আমার নয়!
তবুও আমি ভাবি ভবিতব্য.. আমারই মতোন
চোখ সবারই আছে তবুও কেউ কেউ সাজে অন্ধ
আমরা সচরাচর যা দেখি সবসময়ই তা নয়
যে পথে মানুষ ঘুমায় সে পথেই ঘুমায় খানাখন্দ!