ইদানিং সম্পর্কগুলো জোড়া দিতেও ভয় পাই
দিনের কোলাহল মরে যাওয়ার ভয়
রাত্রির নিরবতা ভেঙে যাওয়ার ভয়!

তবু্ও খালি কলসে মাঝে মাঝে জল খুঁজি
তখন কেবলই হাঁচি হয
দৈবাৎ কাশিও হয়
সকিনা... এ যেন আমার আমি নয়
তবুও ভালোবাসা বলতে তোমাকেই বুঝি!
-----------