খবরদার!
ওঠে দাঁড়িও না.. ভয় আছে পড়ে যাওয়ার...
খবরদার!!

হাত-পা ভেঙে যেতে পারে, সারা গায়ে লাগতে পারে ধুলি
এমনকি ওড়ে যেতে পারে সময়ের মাথার থুলি
তারচেয়ে বরং শুয়ে বসে কাটিয়ে দাও কাল-কংকাল
আর কিছু না হউক
অন্তত মুখে ফুটবে আধো আধো বুলি!

খবরদার!
ওঠে দাঁড়িও না..  আরেকবার
খবরদার...!!