আজ কিছুটা কাঁচা সোনা রোদ এসেছিলো
তাতেই জনমনে সেকি অশীতিপর উত্তাপ
কেউ কিছু মনে করেনি....কেবল
অঘটনঘটনপটিয়সী সড়কের মনে কিঞ্চিৎ পরিতাপ!

ইদানিং সবার হাতে হাতে বদল হয় যাদুর কাঠি
কী চমতকার! লেজ নাড়ালেই পরিণত হয় জীবন্ত লাঠি
সহসাই বাহবা কুড়িয়ে নেয় সুদক্ষ শিকারী পাখি
তবুও কেউ বিশ্বাস ভাঙতে পারে না নগদ আঁখি!

সবাই আকাশের দিকে তাকিয়ে কবিতা লিখে
নক্ষত্র, ছায়াপথ ও জোছনার চাঁদ
তবুও কেউ বিশ্বাস করে না... করতে চায় না
জোছনা আসলে কিছুই না...ভয়ংকর চাঁদের ফাঁদ!