কেমনে ভুলি বাংলা ভাষা
কিনতে অনেক দেনা
একটি সাগর রক্তে যে ভাই
এই ভাষাটা কেনা।
হাজার তুলির রঙ মেখেছে
কৃষ্ণচূড়া, পলাশ
দোয়েল-শ্যামা ওরা সবাই
মিটায় মনের আঁশ।
আমার ভাষার নাড়ি পোঁতা
কোটি বছর আগে
শিশু কিশোর সবার স্বপ্ন
এই বাংলাতেই জাগে।
কেমনে ভুলি বাংলা ভাষা
মায়ের মুখের বুলি
এই ভাষাতেই চাঁদ যে ডাকে
করি কোলাকুলি।
---------------------------------