চিৎকার করলেই যদি সব বেদনা উবে যেত
তাহলে আমার চিৎকারে পাথরও ফেটে যেত!
অনন্তর সেই তো আমাদের প্রকৃত জীবন বেলা
জন্ম থেকে কেবলই খেলছি আর জ্বলছি
তবুও অদ্যাবধি শেষ হয় না কানামাছি খেলা!!
মাঝে মধ্যে ভাবি এসব তবে কিসের আলামত
আমরা কেন জলাঞ্জলি দিই না পুরনো খাসলত
অথচ সবাই জানে বস্তুর আলোই দেখার কারণ
কেউ শোনে না... শোনতে চায় না কারো বারণ
তবুও আমরা একই বৃত্তে হাঁটতে থাকি পথ
তবুও আমরা গায়ের জোরে প্রতিষ্ঠিত করি মত!!