একটু পরপর কোথা থেকে যেনো উদিত হয়
বটি হাতে নগরের নটি
একহারা গড়নের আপাদমস্তক দেখে কি মনে হয়
কোনোকালে তার হাতেও ছিল জলের ঘটি?
তার কি রোজনামচায় কোনো পাপ নেই?
যা কিছু আছে সবকিছু কালের আবর্জনা?
তবে কেন শিশিরভেজা ঘাসফুল, শরতের কাশফুল
ওরাও তাকে করতে চায় না মার্জনা!
-----------------------------------