যেখানে আকাশ পুঁতে ছিলো.. এখনো
সেখানেই পুঁতে আছে!
কেবল বদলে গেছে চৌরাস্তার চারপাশ
কেবল বদলে গেছে মর্ত্যের মানবীদের
আশপাশ!
যদিও একদিন তাদের পুঁতে রাখা হতো...
চিৎকার দিয়ে বলতো, মেরো না বাজান
তখন মাইকে আজান ছিলো না. এখন
রোজ পাঁচ ওয়াক্ত আজান হয় আজান!
তবে কি আবার ফিরে গেছি কালান্তর
তবে কি আমাদের মরে গেছে অন্তর?