কচি পাতারা যেমনি একদিন হলুদ হয়
অত:পর ঝরে পড়ে
আমি ঝড়ের কথা বলছি না!
তেমনি শিশু যুবক হয়.. যুবক বৃদ্ধ হয়
অত:পর পাতার মতো মানুষও মরে!
বুড়ো আঙুল প্রায়শই নরম নরম হয়
তবে বুড়ো হাড়ও নরম এমনটি ধ্রুব নয়
আমার আক্কেল জ্ঞান আগেও ছিলো না
কাঙাল আর কাঙালিনী বুঝি না
মাথার উপর ঠাঁই দাঁড়িয়ে হাসে কাল
আজকে যা হলুদ, আগামীকাল তাই লাল!