জানো, কতদিন কবিতা লিখি না...
এখন পেয়ে বসেছে মাঝি বৃষ্টির ঘোর
তবুও হররোজ ভোর হয়... ভোর!

আকাশে মাঝে মাঝে চমকায় বিদ্যুৎ
আশা আর আশংকার একি ছন্দ
অবশ্য....
কবি যতদিন কবিতার সাথে ছিলেন
তখনও কবি আর কবিতার সেকি দ্বন্দ্ব!

বাকিপথ ভেবে রেখেছেন কাক কবি...
কাহাঁতক না তুমি, না কবিতার ছবি!!