বরফ কুচিতে কবে উঠোন শুচি হয়েছিলো জানি না
সেই সাদা সাদা পাথরগুলো এখনও নির্জীব পাহাড়
তবু্ কেউ একজন কুড়িয়ে নিতে চায় ভুখার আহার!
আমি কোনোকিছুই বলতে পারি না..মঙ্গল-অমঙ্গল
আমার কাছে ওরা সবাই এখন সদাই কাব্য মঙ্গল
অভিযান শেষে যে দলছুট পাখি হারিয়ে গিয়েছিলো
তাকেও এক রাখাল বালক ফিরে পেয়েছে জঙ্গল!
অথচ আজব বলে সবকিছু উড়িয়ে দিতে নেই...
শীতের কাছে গ্রীষ্মের কাছে অতিবড় বীর সেও কিনা
হারিয়ে ফেলে খেই!
আমার বেশি কিছু চাওয়া নেই সবার জন্য ভালোবাসা
কেউ আছো মহাজন.. মিটাবে আমার এতোটুকু আশা?
----------------------