বৃষ্টি ভালোবাসি বলেই তোমাকেও ভালোবেসেছিলাম
তবুও হৃদয় ছেড়ে উঠে আসে অহেতুক ঢেউ
সুদিনে তুমি ছিলে, ছিলো পথের ধুলোবালি তাও
আজ আমি ক বললে ম বুঝে কেউ কেউ...!
তবুও ছাড় দিইনি হাল, যদিও এখন অপয়া কাল
কালের খেয়ায় কাটি ডুঁবসাঁতার
আমি জানি, যে লড়ে না; তার সবসময়ই পাথার!
মনে আছে?
যেদিন প্রথম গিয়েছিলাম তোমার ভেন্নাপাতা বাড়ি
তোমার পরনে ছিলো একটি বাহারি কাথান শাড়ি
ভেবেছিলাম, আমার আকাশে চাঁদ উঠেছে বুঝি ওই
বৃষ্টি এলেই আজও ভাবতে বসি...
ঝড়ো হাওয়ায় সেই চাঁদ আমার হারিয়ে গেল কই?