তদানিং একটা কবিতায় উদরপুর্তি হলেও মন ভরে না
এ যেন পঙ্গপালের মতোন কবিতার বাতান...অথচ
তীব্র গরমের এই শীতে হারিয়েছি আমার প্রিয় কাতান!
তবুও কোনোরকমে বাঁধাই চলছে এইসব রাত্রি গুজার
যদিও মাঝে-মধ্যে দুয়েকটি অভিমান দানা বাঁধে মনে
আর তাতেই বেচারি কুসুম অম্বলের মতোন হয় বেজার!
আজ খারাপ লাগেনি হালিম ও স্বাদের তন্দুল রুটি
ইদানিং সামান্যতেই কেউ কেউ ছুটির কথা ভাবে ছুটি
রাগারাগি..যতই হউক কুসুম আর আমি দারুণ জুটি!!