আসো, উপলব্ধির সবক'টা দরজা-জানলা বন্ধ করে নিজের ভেতরে ডুব দিই, একপাশে জড়ো হতে থাকুক দৈনিক বোধ; এবার যা করতে পারিনি, নতুন বছরে নেবো সেই প্রতিশোধ!
বিষয়টা গোল-মেলে মনে হতে পারে, আসলে তেমন
কিছুই না, এক পা, দুই পা করে সরলরেখায় ভাসাবো
পা; অতঃপর এভাবেই চলতে থাকবে সোনার ছোট্ট না!
করোনাকে ভয় করেছি
কিন্তু করোনার স্রষ্টাকে না!
এখন আবার ভয়ে মরি করোনার টিকা
স্রষ্টাকে ভয় করে দেখো মরণেও ওড়বে জয়টীকা!