কবিতায় আমরা সবাই বিশুদ্ধ বাক্যে জোড়া
শালিকের গল্প লিখি
যে শালিক ইদানিং তেমন একটা চোখে পড়ে না
তবে কি আমরা লিখেই কুড়াতে চাই সান্ত্বনা?
অবশ্য এইসব গালগপ্পো আজকাল কেউ আর
তেমন একটা আমলে নেয় না
এই যেমন চাঁদ দেখে এখন মানুষ সন্তুষ্ট হয় না
এখন সবাই চাঁদ হাতে হাতে ছুঁয়ে দেখতে চায়!
এটাই বোধ করি আসল বাস্তবতা
তাইতো আজকাল ভালোবাসার কপোত-কপোতীরা
কেবল শরীর ছুঁতে চায়
শরীরের ভেতর যে একটা আস্ত মন আছে
সেইসব খবর রাখার এখন তাদের প্রয়োজন নাই!!