কেউ জানো, আমার কী হয়েছে...?
শরীর বেঁয়ে সারাদিন ঘাম ঝরে
অ, আ, ক, ম ওরা হুংকার ছাড়ে
কেবল শরীর ছেড়ে কবিতা ঝরে না!
মাঝে মাঝে শরীর লেপ্টে জ্বর আসে
তখন হাঁচি, কাশি, সর্দি ওরা হাসে
তবুও আমার কোনো আক্রোশ নেই..
কবিতা লেখার আগে যেমন ছিলাম
এখনো আছি ঠিক ঠিক সেই...!!