সেদিন খালি চোখে নক্ষত্রপুঞ্জ দেখছিলাম
ওখানেও সারিসারি... গাদাগাদি মানুষ
পৃথিবীর মত কেউ কারো কথা শোনছে না
প্রভেদ..ভেদাভেদ...মতভেদ!

কিছু একটা বলতে চেয়েও আমি কিছু বলিনি
সাপ লুডুর কথা খুউব করে মনে পড়লো!

অথচ
একদিন জলপ্রপাতের উৎসমুখ কত খুঁজেছি
কিন্তু সেখানেও ঠিকরে পড়ে আগুন চোখ
সখিনা থেকে দিনকয়েক আগে যে মেয়েটি কুসুম হল
তার দুই কোমল হাতে আজ কেন চাবুক?