আকাশে ঘুরে বেড়ায় ডোরাকাটা স্বদেশী মেঘ
খেয়ালের বশে অতিবর্তী হই আমি, মাছরাঙাটি
সেই কখন থেকে জলের দিকে তাকিয়ে আছে;
শান্ত, সমাহিত জল সেখানে কোনো মাছ নেই
নিরাক পড়া আকাশের মতোন সবকিছু যেন
পুকুরের মুকুর ঘেঁষে সুপারি গাছের সারি, সেখানে
আর কোনো পাখি নেই;  মাছরাঙাটি একা!

যে দেখেছে এই বাংলার মুখ, আমি নিশ্চিত তারে
ভালোবাসা দেবে হাজার নীরবতা, এখানে পাথর
কুঁচি ছিল, ছিল জলপাই রঙের মানুষ; ওরা সব
এখন আশ্রয় নিয়েছে এই নগরের চিলেকোঠা!
সেই মাছরাঙা পাখিটির মতন আমিও এখন ভুলে
গেছি প্রকৃতি, ভালোবাসার পয়মন্তী নীরবতা!!
----------------------------------