একদিন রাত হোঁচট খেলেই কবিতার কথা মনে হতো
তখন শব্দের দাঁড় বেয়ে নেমে আসতো জলকাক
সেদিন বেবাকের মতোন আমিও হতাম হতবাক..!
আর এখন ঢেঁকুর উঠলেই অহেতুক চাঁদ গিলেই খাই
পরবাসী নক্ষত্রগুলো গ্যালাক্সির দিকে চকিত তাকায়
কোথায় দেবদাস....
আর কোথায় পার্বতী...
অন্ধকারের চৌহদ্দিতে একবার ঢুকলে সবাই বেদব্যাস!