হিরন্ময় শব্দটি ভুলতে বসেছিলাম...
আজ স্মরণ করিয়ে দিল একটি দাঁড়কাক
আমি কিছুমাত্র হইনি অবাক!
যে ধুমকেতুর আছড়ে পড়া দেখে
বেবাকেরই চক্ষু হয় ঠাঁয় দাঁড়িয়ে থাকা চড়কগাছ
আজকাল সেই ধুমকেতুর লেজ ধরে টানে গোঁয়ার মাছ!
অবশ্য আমি এসব কিছুই বুঝি না সংঘাত
যে জন জানে না জলের শক্তি
সে জন মৃত্তিকার সাথে কথা কয় নির্ঘাত!!