জলের ছলে অনেক কিছু ভুলেছিলাম
তবুও সত্যে ডুবে থাকা নিদারুণ নিষ্ঠুর
একজন বাতাসা দিলেও বাকিরা কর্পূর!
সময়কে যে মানুষ বেরহম উপাধি দেয়
সময়কালেও সেও দশহাত ভরে নেয়
তবুও পরিহাস আর ইতিহাস দু'জন যমজ
একজন কাগুজে বাঘ আরেকজন কাগজ!
হিসাবে আমি বরাবরের মতো আজও কাঁচা
কে জানে না...নিদানকালে
চাচা কেবলই আপনা প্রাণই বাঁচা..!!