একদিন জলে ইউক্যালিপটাসের ছায়া দেখেছিলাম
নীল তিমির মতো অনেকগুলো বড় বড় হা করা মুখ
ওদের কেউ কেউ যেন জীবন্ত ওক
আর কেউ কেউ হাতড়ে ফিরছে অধরা গালিবের সুখ!
আকাশ থেকে কিছু নীহারিকা হেঁটে আসে দু'পায়
তবে কি ওরাও জলের তলা থেকে ছবক দিতে চায়!
ওরাও কি জেনে গেছে আজকাল সবাই শেখাতে চায়
পড়োবাড়িতে সবাই শিক্ষক আছেন, ছাত্র কেউ নাই!
আমি গলার মালা, হাতের বালা, নূপুরের কথা ভাবি
পাঠ বিমুখ পড়ুয়াদের মতো....
তবে কি ওরাও জানাবে আকাশছোঁয়া পাহাড়ের দাবি?