কেউ একজন একটা কবিতা লিখতে বলেছে
ভালোবাসার কবিতা
যে ভালোবাসা হাঁটু গেঁড়ে বসে আছে শব্দের
উঠোন, জলের ছায়া, বৃষ্টির লাবণ্যময় আঙ্গুল
সেই ভালোবাসার কবিতা!
পুনশ্চ আমি গোপন আরক, নগ্নতা মানি না;
শিল্পের নামে শব্দভুক পদ্য লিখতে পারি না
ঘুমের ভ্রমণ শেষে বারবার ফিরে আসি নিজস্ব
ট্র্যাকে, সে আমায় ভালোবাসে না!
অথচ সে নিজেই ধ্রুপদী আলোর নদী,তার
আকাশে রোজ পূর্ণিমা চাঁদ, আমার জানলা
খোলা, বহুকাল ধরে চেয়ে আছি সকল শুভ্রতা,
সে আমায় একবার ছুঁয়ে দিয়ে যাক;
আমার এই স্বপ্ন শূন্য জীবন ভালো লাগে না!!