একদিন আমি মান্দারের কাঁটা ভালোবেসেছিলাম
পাসপোর্ট, ভিসা ছাড়াই হৃদয়ের দেশে ঘুরেছিলাম
এখন নিকট সন্নিধানেও মনে হয় দূরে কোথাও
আমার স্মৃতির জলে ডুবে যাই, কোনো আশা নেই।

প্রজন্মের পর প্রজন্ম, সবাই খোঁজে নিজের অস্তিত্ব
সাঁওতাল, অস্ট্রিক, দ্রাবিড়, সবাই একই গান গায়
কিন্তু আমার গান হারিয়ে গেছে সময়ের স্রোতে
শুধু বাকি আছে জলে দাগের মতোন কিছু স্মৃতি।

বাবার নগণ্য পাঞ্জাবিতে ভালোবাসার দাগ দেখেছি
মায়ের শাড়িতে আমার জন্মের প্রথম স্পর্শ মেখেছি
অবশ্য এসব এখন পোড়া ইতিহাস, কেউ বুঝে না
ভালোবাসা অনেকদূরে, হয়তো মৃত্যুর পরে মিলবে!

নিছক খেয়ালের বশে দেখি জলেও দাগ পড়ে!!