একদিন যতোটুকু আলো দিয়েছিলে
হৃদয় উজাড় করে, আমিও নিয়েছিলাম
দু'আঁজলা ভরে; এখন ভুলে গেছি
জলধর্ম, জোছনার গর্ত খুঁড়ে আনা
সংস্কৃতির মেদ!

বিশুদ্ধ জলের আজ কেন এত অভাব?