খুব বেশি একটা প্রত্যাশা নেই হে মহাকাল
কেবল দূর হোক জঞ্জাল, করোনা কাল!
উদ্বেগ- উৎকণ্ঠার দিনগুলো বাতাসি হোক
শুভ্র- সতেজ- নির্মল- নিষ্পাপ ধরণী হোক।
চিরবসন্তে ছেয়ে যাক কচিপাতা- শতদল
পুঁজিবাদ নিপাত যাক, রুখে দাঁড়াক হীনবল।
গাছে গাছে হাসুক ফুল-ফলাদি-কাণ্ড পাতা
নিজেকে আরও বুঝতে শিখুক আমজনতা।
তবুও জলছাপের উপর কিছু জলছবি আঁকি
সুখে-দুঃখে যা-ই থাকি; প্রভুকেই যেন ডাকি।
-------------