নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে মাছরাঙা জীবন
চলুক... চলতে থাকুক বেশ্যাপাড়ার বেসাতি... এই
দুনিয়ায় সবাই কম-বেশি দেখাতে পারে তেলেসমাতি!
কোনো দিবাস্বপ্ন ছাড়াই যখন দিনগুলো রাত হয়
তখন বলতেই হয়... সব পাখিরাই যুতসই আকাশ
অথবা বাড়িছাড়া নক্ষত্রগুলো আত্মবিশ্লেষণের প্রকাশ!
জানি, এইসব গাঁজাখোরী কথার কোনো হাত পা নেই
তবুও কবিতা বলে কেউ কেউ করবেন ম স্ত বড় ভুল
জীবন যুদ্ধে যে অভাজন ছাড় দিতে জানেন না
আজ হউক অথবা কাল হউক তাকে ছিঁড়তে হবে চুল!