আজকাল সবকিছু সমুদ্রের লোনাপানির মত বিস্বাদ
আন্দালুসিয়া থেকে আন্দামান, আর্কটিক থেকে আমাজন
সবখানে একই স্বরলিপি, কেবল জীবন পোড়ার ঘ্রাণ!!

ক্যালিফোর্নিয়া, ওরিগন, ওয়াশিংটন সবখানেই
ছড়িয়েছে দাবানল, এতোকিছু পুড়ছে- বন-বনানী
কেবল পুড়ছে না হৃদয়ের অনল!
মানুষগুলো তবুও এক একটা বিকট আকার তালগাছ
ভাঙবে... ভাঙতেই থাকবে কিন্তু মচকাবে না! ঁ

অথচ পেছনে ফেরার অনেক সুযোগ ছিলো....
কেউ পেছনে ফিরেনি, ফেরার প্রয়োজন বোধ করেনি
এবার কি তাহলে ক্রমাগত গুনতে হবে মাশুল
দেখো, পাঁচিলের উপর কী চমতকার
মুখ হা করে দাঁড়িয়ে আছে বিলুপ্ত প্রায় মহাশোল!!
----------------