কাজী আলমকে বললাম, চল বৃষ্টিতে ভিজি
সে কিছু বলল না.. মুচকি হেসে উড়িয়ে দিলো!
এদিকে আমার সবকিছু ধুয়ে মুছে খাক
যদিও আমিও চাই...এই সুযোগে আমার
কিছু লোভ, কিছু হিংসা জলে ভেসে যাক!
অত:পর কথা বলল, মোটে একটি বৃষ্টির ফোঁটা
ভেতরে যে তুমি সে-ই আসল
বাইরের সবকিছু কেবলই ঝুঁটা!!