বাস ইস্টিশনে অলস বসে আছি
সাথে আছে রাত্রি
আরও আছেন কবিতার এক সহযাত্রী!
অগোছালো সময় বেশ ভালোই কাটছে
মাঝে মধ্যে বাসের হেলপারেরা
ঢাকা ... ঢাকা.. বলে ডাকছে!
আমি ভাবছি আপাতত অন্যরকম
এই পৃথিবী মানেই আসা আর যাওয়ার খেলা
শুয়ে থাকি
বসে থাকি
দৌড়াতে থাকি
কখনও থেমে থাকে না বেলা!
সবাই কেবলই জানতে চায়
আচ্ছা, আমাকে কেমন লাগছে?
কেউ ভাবে না ..
অলক্ষে থেকে কেউ যে তাকে হাঁকছে!