কবিতা লিখি বলতেই একজন মুচকি হাসি দিলেন
খুব একটা খারাপ লাগেনি
কেননা এই হাসিটা আমি একচল্লিশ বছর ধরে চিনি!
যেভাবে মরা দেখলেই শকুন হাসে
যেভাবে ধনিক শ্রেণি দরিদ্র দেখলে হাসে সেই হাসি
তিনি হয়ত জানেন না এইসব বিগাইড়া হাসি
আমিও খুউব খুউব.....ভালোবাসি!
ইদানিং আমি কারো কারো মুখের মানচিত্রের দিকে
চেয়ে থাকি... পৃষ্ঠার পর পৃষ্ঠা পাঠ করি
যেখানে অন্ধকার দেখি সেখানে আলোও দেখি
তবুও পোড়ায়.. আইসল্যান্ড থেকে সেন্ট হেলেনা দ্বীপ
জ্বলতে জ্বলতে একদিন যে নি:শেষ হয়ে যেতে হবে
সে কথা কি জানে না বাসর ঘরের জ্বলন্ত প্রদীপ?