আজকাল যদি, তবে, বরং দিয়ে কিছুই হয় না
এই যেমন পারদের সম্পর্ক "সাঁকো"
পুরোদস্তুর কিনে নিতে হয় নগদ দাম
বাঁশ, সুতো.. আর শরীরের ঘাম!
তবে কি আবার ফিরে যাব অজৈব রসায়ন
কোনো এক পুরাকালের দ্রাবিড় জীবন
আবারও শুদ্ধ হব.... অশুদ্ধ রোদে পুড়ে?
রেললাইন তবে কোন মন্ত্রে চলে সমান্তরালে?
সাঁই সাঁই করে এগিয়ে যাই উদ্ভ্রান্ত পথিক
সাঁতার শিখিনি; তবুও সাঁড়াশি নীল জলে
সাঁতরাই ঠিক!
আসলে এখনও জানি না কোনটা ঠিক
আর কোনটা বেঠিক...?
কেবল হাওয়া কলে চলছে কালের গাড়ি
আজকে যা আমার, সেতো কাল অন্যের বাড়ি!