একটা ধুমকেতু খসে পড়ার অপেক্ষায় আদিম মানুষ
আমি অনেকদিন হাওয়াই মিঠাই খাই না!
একদিন জবরদস্তি একটা ঢুক গিলে ফেলেছিলাম
কী মুশকিল!
হাওয়া আর হাওয়াই!
তবু কেউ কেউ সদলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে
চিত্র এবং চিত্রপটের কোনো খবর নাই
অতিথি পাখিরাও এইবার বেজায় ঠক খেয়েছে
এবার সাইবেরিয়ায়ও তেমন একটা শীত জমে নাই!
তবুও ভালোবাসার মরণ কামড় বলে একটা কথা আছে
শুনেছি নবী শেষমেষ রাজি হলেও কুসুম সাড়া দেয়নি!