বেদনাকে এখন আর কিছুই বলি না
বাড়ি যাবে বলে সেও আর গেলো না।
খুলে দেবে বলেও খুললো না কপাট
চিন্তা, চেতনা ক্রমাগত হচ্ছে লোপাট!
বন আগেই পুড়েছিল, এখন পুড়ে মন
জলেও আগুন জ্বলে দাবানলের ক্ষণ।
ক্ষুব্ধ সমুদ্রে উৎসবে মাতে যখন ঢেউ
তখন ছোট্ট তরীর সংগী হয় না কেউ!