হিসাব কষে দেখো হিসাবের তেমন কিছু নেই
লিখতে লিখতে খাতার পাতা শেষ হবে
কলমের কালিও জানান দেবে আল বিদা
আসলে জীবন মানেই কিছু সংশয়, সন্দেহ, দ্বিধা!
তবুও তরকারিতে লবণ না দিলে ঠিক মতো
স্বাদ হয় না, কিছু মানুষের কথায় কথায় ফোড়ন
না কাটলে রাতে ঘুম হয় না!
আসলে হিসাব কষে দেখ হিসাবের কিছু নেই
তুমি তখন যা ছিলে এখনও আছো সেই....!!