এই হিম শীতের আয়নায় কেবলই দুখের ছায়া
কম্পিউটারের চলন্ত মনিটারে মন ভেসে বেড়ায়
কফির কালো ধোঁয়া, মোবাইলের তীব্র আলো যেন
একাকিত্বের  গণকবর!

তবুও মন খোঁজে কোনো না কোনো জোয়ার জল
এই শীতের রাত কুয়াশায় ঘেরা
যে ক্লান্ত নগরী কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, তারও
স্বপ্নের জাল আঁকা আকাশে ধ্রুবতারা ঝলকানি,
এ আলো জীবনের নাকি মৃত্যুর কেউ জানে না!

মন খারাপ হলেও চোখে কাজল দিলাম চুপি চুপি
কী অদ্ভুত! কবুতরের ডানায় পাস্তুরিত হয় মাঘের শীত
এ যেন এক অন্যরকম দুর্মর পথচলা
তবুও অস্তিত্বের প্রশ্নে কোনো আপোষ নেই
জেনে রাখা ভালো যে, শীতের পরেই আসে বসন্ত!
--------------------