তিড়িং তিড়িং হিম হাওয়া
আসছে ওই তেড়ে
মেঘের পরে মেঘের পাহাড়
হাসছে হাত নেড়ে!
গাছের পাতার মন খারাপ
হিম হাওয়ার ভয়ে
পাতাগুলো ঝরে পড়বে
আর যে যাবে ক্ষয়ে।
রোজ সকালে পাতাকুড়ানি
সে সব যাবে নিয়ে
ঢাক ঢোল বাজিয়ে ওরা
দেবে পুতুলের বিয়ে!
সেই বিয়েতে কুমড়ো ফুল
আসবে জেফত খেতে
খোকাখুকিরা তোমরাও যে
বিয়েতে পারবে যেতে!!
-------------------------------