প্রতিদিন কতবার হাত, মুখ ধুয়ে পাক সাফ হই
ধুয়ে মুছে পরিষ্কার করি ময়লা, জঞ্জাল আর পাপ
তারপরেও আবার ওরা ফিরে ফিরে আসে
আরও বড় হয়ে, রুদ্র রুপে ফিরে আসে ওদের বাপ!
তবুও প্রতিদিনই আমি আবার নতুন প্রতিশ্রুতি দিই
ডানে, বামে সামনে, পেছনে প্রতিশ্রুত নহর চলে
যখনই আবার উত্থিত হতে চায় হিসাবের পাঁচ আঙুল
আমি লাগামের দড়িটা টানটান করি
তবুও চারপাশ ঘিরে ওরা আমাকে ধুর ধুর বলে!
আমি তখন আশা আর ভালোবাসার মাঝামাঝি থাকি
আমি তখন চুড়ান্ত তালিকার ভয়ে কাঁপতে থাকি!!