ও পাড়ার মানুষেরা অনেকদিন বৃষ্টি দেখেনি
আসমান থেকে মাঝে মাঝে কৈ মাছ পড়ে
ওরা সবাই দল বেঁধে সেইসব কৈ মাছ ধরে..!
কিছু পাখি ঝাঁক বেঁধে হাঁটতে হাঁটতে ওড়ে
কিছু বৃক্ষ অবাক চোখে আঙুল তুলে ঘুরে
অতঃপর আলো আসে সখিনার আঁধার ঘরে!
তবুও সখিনা চেঁচায় না...
ভুলে গেছে কোথায় নৌকা আর কোথায় পা
তবুও হেমন্ত বলে আমি সখিনারে ভালোবাসি
অভাগী সখিনা কিছুই বুঝে না
মনে মনে ঢোঁক গিলে আর মুখে বলে, আসি..
এবার আমি আসি...!!